সাভারের হেমায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে যমযম নূর সিটি হাউজিং কোম্পানির কর্মচারীসহ আটজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
আজ (৩১ মার্চ) ভোরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা। এ ঘটনায় আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন একেএম হাবিবুর রহমান নামের ভুক্তভোগী।
অভিযুক্তরা হলেন- হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজিং-এর মৃত আলম চাঁনের ছেলে জাকির হোসেন (৪০), মো. মনির হোসেন (৩৬), মৃত সৈয়দ আলীর ছেলে মোতালেব (৩৭), মৃত আশরাফ আলীর ছেলে রফিক (৩৬), মো. তরিকুল (৩৩), মৃত বলাই চন্দ্র দাসের ছেলে সুজন দাস (৩৫), ভুট্টু (৩০) ও শফিকসহ (৩৬) অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন।
আহতরা হলেন- আতিকুর রহমান (৩০), মো. মাহমুদল ইসলাম (৩৩), কর্মচারী বাহার (৪০), কাউসার (২৯), শরিফ (২৮), সজীব (২৮), আলমাস (৪০) ও আবু (৩৩)।
এ ব্যাপারে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ধরনের একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
+ There are no comments
Add yours