দুদকে অভিযোগকারীর পা ভাঙার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

Estimated read time 1 min read
Ad1

ঘুষসহ দুদকের কাছে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শরীয়তপুরের উপব্যবস্থাপক মোহাম্মদ মনির হোসেনের বিরুদ্ধে দুদকে অভিযোগকারী এস্কান্দার ঢালীর পা ভেঙে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

আজ (৮ এপ্রিল) দুপুরে জেলার পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে পালং মডেল থানায় এ মামলা হয়েছে।

এতে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদারসহ আটজনকে আসামি করা হয়েছে। এ বিষয়ে জানতে ফারুক চৌকিদার ও কবির চৌকিদারের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়।

মামলার অন্য আসামিরা হলেন- ফারুক চৌকিদারের ভাই কবির চৌকিদার, সেলিম শেখ, শামিম শেখ, রানা শেখ, মোস্তাফিজুর রহমান তাপস, শওকত শেখ, মো. রাজন খলিফাসহ অজ্ঞাত ৪/৫ জন। আসামিরা শরীয়তপুর সদর পৌরসভার কোটাপাড়া এলাকার বাসিন্দা।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামান বলেন, এস্কান্দার ঢালীকে মারধরের ঘটনা সত্য। দুদকে অভিযোগ করার কারণেই তার ওপর হামলা করা হয়েছে। এস্কান্দারকে দেখতে আমরা র‌্যাবসহ হাসপাতালে গিয়েছিলাম। তার পা ভেঙে দেওয়া হয়েছে। আমরা এস্কান্দার ঢালীর পাশে আছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours