নাশকতার মামলায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ নেতাকর্মীর বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (৮ এপ্রিল) আট আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় সেলিম উদ্দিনের দশ দিন এবং অপর সাত আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর।
অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ সাদীর আদালত তাদের জামিন নামঞ্জুর করে আসামি সেলিমের পাঁচ দিন এবং অপর সাতজনের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন বিষয়টি জানিয়েছেন।
+ There are no comments
Add yours