
জাপান আইটি উইকে বাংলাদেশ প্রতিনিধিদলে অংশ নিয়েছিল বিপিও শিল্পের ৬টি প্রতিষ্ঠান।
মেলায় অংশগ্রহনকারী বাক্কোর সদস্য প্রতিষ্ঠানগুলো হলো- স্কাইটেক সল্যুশনস, আর্থ নেক্সট টেকনোলজিস লিমিটেড, লিভার এ্যান্ড গিয়ার, ইগনাইট টেক সল্যুশনস, সিনার্জি বিজনেস সল্যুশন এবং মাই আউটসোর্সিং লিমিটেড। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সদস্য হিসেবে প্রতিষ্ঠানগুলো সেখানে অংশ নিয়েছে।
প্রদর্শনীতে ‘ডিজিটাল বাংলাদেশ: ইওর আইটি ডেসটিনেশন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশ প্রতিনিধিদলটি দেশের আইটি ইন্ডাস্ট্রির সমূহ সম্ভাবনাকে সকলের সামনে তুলে ধরে এবং দেশকে একটি ডিজিটাল পাওয়ার হাউজে রূপান্তরিত করার যে পদক্ষেপ বাংলাদেশ সরকার নিয়েছে সে বিষয়েও যাবতীয় আলোচনা করে।
৫ থেকে ৭ এপ্রিল টোকিও বিগ সাইটে অনুষ্ঠিত হওয়া এ মেলায় বিভিন্ন দেশের প্রতিনিধিগণ একে অপরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক মতবিনিময় করেন।
+ There are no comments
Add yours