বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের কমিটিতে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার এক আসামি পদ পেয়েছেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মো. শেখ রাসেল। তিনি শেখ রাসেল সদ্য ঘোষিত বামনা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ পেয়েছেন।
গতকাল (৯ এপ্রিল) রাতে বামনা উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক কমিটির সহ-সভাপতির পদ পেয়েছেন শেখ রাসেল নামে একজন।
তিনি বামনার চাঞ্চল্যকর স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত। এছাড়াও তিনি বিএনপি পরিবারের সন্তান বলেও জানা গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২০১৮ সালে বরগুনার বামনা উপজেলার জাফ্রাখালী গ্রামের এক ৫ম শ্রেণির স্কুলছাত্রীকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করতেন সদ্য ঘোষিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়া শেখ রাসেল। এতে ওই স্কুলছাত্রী গর্ভবতী হয় এবং সন্তান প্রসব করে। এদিকে উপায়ান্তর না পেয়ে স্কুলছাত্রীর মা এলাকা ছাড়তে বাধ্য হন। পরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে গিয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা বলেন, ওই ছেলের নাম প্রস্তাব করেছেন বামনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু। তাদের সাথে সমন্বয় করেই তাকে কমিটিতে পদ দেয়া হয়েছে।
+ There are no comments
Add yours