লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি নির্বাচনকালীন অস্ত্র গ্রেপ্তার মো. মাকসুদ (২৭) নামে এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফিরোজ আলম পেয়ারকে (২২) বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি ২০২১ সালে ১১ নভেম্বর কমলনগরের ইউপি নির্বাচনী এলাকায় প্রভাব বিস্তারের লক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে।
একমাসের মাথায় একই বছর ১১ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও কমলনগর উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব কুমার সিংহ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষিদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
+ There are no comments
Add yours