মো. ফাইজুল কবির
রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগের প্রায় সকল জেলার উপর দিয়ে বয়ে চলেছে তাপ প্রবাহ, যা আগামী আরো সপ্তাহখানেক অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারি, কুড়িগ্রাম এবং নেত্রকোনা জেলার উপর দিয়ে মৃদু ও মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী আরো সপ্তাহখানেক অব্যাহত থাকতে পারে।
আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় (১৬ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস) এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় (৩২ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস)।
রাজধানী শহরে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে তা কমে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমানদের পানাহার পরিত্যাগের সাথে এই তাপ প্রবাহ যুক্ত হওয়ায় যেনো প্রায় নাভিশ্বাস উঠছে নগরবাসীর।
পাশাপাশি সকল ধর্ম এবং পেশার মানুষের স্বাভাবিক জীবনেও বেশ ক্লান্তি এবং ভোগান্তি এনে দিচ্ছে চলমান এই আবহাওয়া পরিস্থিতি।
+ There are no comments
Add yours