হুমকিতে উদ্বিগ্ন নয় ঢাবি, যথাসময়ে হবে মঙ্গল শোভাযাত্রা

Estimated read time 1 min read
Ad1

পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্বিগ্ন নয় এবং যথাসময়েই তা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নববর্ষ উদযাপন আয়োজক কমিটি।

আজ (১২ এপ্রিল) বিকেলে বাংলা নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং শৃঙ্খলা উপকমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর অধ্যাপক ড. লিটন কুমার সাহা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বলেন, আমরা এসব হুমকি নিয়ে চিন্তিত নই। এর জন্য বাড়তি কিছু করারও নেই। বিশ্ববিদ্যালয়ের পূর্ব-সিদ্ধান্ত অনুযায়ী যথাসময়ে উৎসবমুখর পরিবেশে সব ধর্ম-বর্ণ ও মতের মানুষের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামীকাল বিকেলে আবার আমি পরিদর্শনে যাব।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি সংবলিত একটি চিরকুট পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবতাহী রহমান নামে এক শিক্ষার্থী এ চিরকুটটি পান। চিরকুটে বলা হয়েছে,

‘মঙ্গল শোভাযাত্রা কাজটা শিরকের। এখানে এসে ক্ষতি করো না তোমাদের। হামলা হতে পারে এনি টাইম। ওই দিনের দাজ্জাল বাহিনী পাবে না টের মোদের।’

এ ঘটনায় আজ (১২ এপ্রিল) সকালে ওই শিক্ষার্থী শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours