বেতন-বোনাসের অপেক্ষায় ৮ হাজার ৩৯৮ কল-কারখানার শ্রমিক

Estimated read time 1 min read
Ad1

আগামী ২০ এপ্রিল থেকে ঈদ উল ফিতরের ছুটি শুরু হলেও এখনো দেশের ৬৬টি কল-কারখানা শ্রমিক মার্চ মাসের বেতন পায়নি।

এছাড়া ৮ হাজার ৩৩২ কারখানায় ঈদ উল ফিতরের বোনাস দেওয়া হয়নি।  বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ, বিজিএমইএ ও বিকেএমইএ, বিটিএমইএ, বেপজা সূত্রে এসব তথ্য জানা গেছে।

 বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পর্যন্ত ১৩ দশমিক ৩৫ শতাংশ কারখানায় বোনাস দেওয়া হয়েছে। অর্থাৎ ৮৬ দশমিক ৬৫ শতাংশ কারখানায় শ্রমিকদের বোনাস দেওয়া বাকি রয়েছে। এই কারখানার শ্রমিকদের ঈদের ছুটির আগেই বেতন ও বোনাস পরিশোধ করা হবে।

তথ্য মতে, দেশের ৯ হাজার ৫৪৪টি কল-কারখানার মধ্যে সর্বশেষ মার্চ মাসের শ্রমিকদের বেতন দিয়েছে ৯ হজার ৪৭৮টি কল-কারখানা। অর্থাৎ ৬৬টি কল-কারখানায় মার্চ মাসের বেতন হয়নি। আর বেতন পরিশোধ করা হয়েছে ৯৯ দশমিক ৩১ শতাংশ কারখানায়।

বিজিএমই’র সদস্যভুক্ত ১৬২৭টি কারখানার মধ্যে ১৬০৮টি বেতন দেওয়া হয়েছে। অর্থাৎ ১৯টি কারখানায় এখনো বেতন হয়নি। একইভাবে বিকেএমইএর ৯টি, বিটিএমএর ৩টি, বেপজার ২টি এবং অনান্য ৩৩টি কল-কারখানায় বেতন দেওয়া হয়নি।

আর ৯ হাজার ৬১৬টি কল-কারখানার মধ্যে শ্রমিকদের ঈদের বোনাস দিয়েছে মাত্র ১২৮৪টি কারখানায়। অর্থাৎ ৮ হাজার ৩৩২টি কারখানায় বোনাস হয়নি।

এখনো বোনাস না দেয়নি এমন কারখানার মধ্যে বিজিএমই’র সদস্যভুক্ত প্রতিষ্ঠান বেশি। এখাতের ১৬৩১টির মধ্যে বোনাস পেয়েছে মাত্র ৭৬টি কারখানার শ্রমিক। বাকি ১৫৫৫টি কারখানার শ্রমিকরা বোনাস পায়নি।

একইভাবে বিকেএমইর ৭০০টির মধ্যে বোনাস পায়নি ৬৪৬টির। বিটিএমএ ৩৫৮টির মধ্যে বোনাস হয়নি ৩৪৩টির। বেপজার ৩৪৫টি কারখানার মধ্যে বোনাস হয়নি ২৯৮টির।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours