রাজধানীর মিরপুরে চুরির অভিযোগে জুলহাস (৩১) ও বিল্লাল হোসেন (২৬) নামে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (১৩ এপ্রিল) রাতে সাভার ও চাঁদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দুই ভাইয়ের মধ্যে জুলহাস বড়। বিল্লাল বয়সে ছোট হলেও চুরিতে বড় সেই গুরু! মাত্র ১১ বছর বয়স থেকেই চুরি শুরু করে বিল্লাল। তখনও শুধু স্বর্ণ আর টাকা চুরি করত সে। পরে তার কাছ থেকেই চুরি শেখে জুলহাস। টার্গেট করা বাসায় চুরি করতে গেলে বিল্লাল পাহারায় থাকে চুরি করে জুলহাস।
পরে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সাভার গেণ্ডা বাস স্টেশন থেকে বিল্লাল হোসেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের মতলব থেকে জুলহাসকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানা পুলিশ জানিয়েছে, ভোলার লালমোহন উপজেলার আবু কালামের ছেলে জুলহাস ও বিল্লাল। চুরি শুরু করে সেই ছোটবেলা থেকেই। দুই ভাইয়ের চুরি শুরু ২০০৮ সালে। তাদের দেওয়া তথ্যমতে, গত ১৫ বছরে তারা দুই শতাধিক চুরি করে। চুরি করেই তারা অন্য জেলায় চলে যায়। ফলে অধিকাংশ ঘটনায় তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
এতগুলো চুরি করলেও তারা ধরা পরে মাত্র ১০ বার। আর মামলা হয়েছে মাত্র ৩টি! অন্যান্য সবাই সবকিছু চুরি করলেও জুলহাস বিল্লাল শুধু স্বর্ণ ও নগদ টাকা চুরি করে। কারণ এই দুইটি সহজেই বহনযোগ্য।
মিরপুর মডেল থানার ওসি মোহসীন বলেন, জুলহাসের শ্বশুর মো. আলাউদ্দিন। তিনি এতে বাধা দেওয়া দূরের কথা, উল্টো সহযোগিতা করেন জামাইকে! জামাই জুলহাস স্বর্ণ চুরি করে তা শ্বশুরের হাতেই তুলে দেয়। আর শ্বশুর সেই স্বর্ণ বিক্রি করেন!
+ There are no comments
Add yours