ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র্রপ্রদেশে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে রাস্তার কুকুরের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ পর্যন্ত করা হয়েছে তার নামে।
গতকাল (১৩ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভি বলছে, কুকুরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়েরকারী ওই ব্যক্তির নাম দাসারি উদয়শ্রী। তিনি তেলুগু দেশম পার্টির সমর্থক। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া থানায় দায়ের হওয়া ওই অভিযোগকে ব্যঙ্গাত্মক বলে মনে হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় এই সংবাদমাধ্যমটি।
এদিকে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছিঁড়ে ফেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে কুকুরটিকে দেয়াল থেকে পোস্টারটি টেনে ছিঁড়তে দেখা যাচ্ছে।
অভিযোগকারী নারী দাসারি উদয়শ্রী তার অভিযোগে বলেছেন, এটি মুখ্যমন্ত্রীর অপমান। একইসঙ্গে কুকুর ও যারা কুকুরটিকে এই কাজে উসকানি দিয়েছে এবং যারা এখন ভাইরাল ভিডিও ক্লিপটি প্রচার করেছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস পার্টি সম্প্রতি রাজ্যজুড়ে সমীক্ষায় নেমেছে। সেই সমীক্ষার নাম দেওয়া হয়েছে ‘জগনান্না মা ভবিষ্যথু’ বা ‘আমাদের ভবিষ্যৎ জগন আন্না’। সম্প্রতি সেই পোস্টারই লাগানো হয়েছে গোটা রাজ্যে।
+ There are no comments
Add yours