এস. এম. তারেক, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে পিতা-পুত্রসহ ৩ জনকে ইয়াবা পাচারকালে আটক করেছে কক্সবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টীম।
শনিবার (১২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, কক্সবাজার মাদক দ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমেন মন্ডলের নির্দেশে পরিদর্শক চাঁন মিয়ার নের্তৃত্বে মাদকদ্রব্য অধিদপ্তর কক্সবাজারের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীস্থ মেসার্স ইমন ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আবু জাফর আনসারী, পিতা- মৃত কবির আহামদ, সাং- ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড, ইসলামপুর , মনজুর আলম, পিতা- মৃত নুর আহামদ, সাং- উত্তর গোমাতলী, ৭ নং ওয়ার্ড, পোকখালী ও মোঃ ইয়াছিন তুফা, পিতা- আবু জাফর আনসারী, সাং ধর্মের ছড়া, ৮ নং ওয়ার্ড, ইসলামপুর ইউনিয়ন, উপজেলা কক্সবাজার সদরকে আটক করে।
এসময় আটককারীদের হেফাজত থেকে অভিযান পরিচালনাকারীরা ৮ হাজার পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা রজু করেছেন বলে সংশ্লিষ্ঠ সূত্র জানায়। আটক জাফর ও তুফা সম্পর্কে পিতা পুত্র।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ইয়াবা ও স্বর্ণেরবারসহ আটককৃত আবু জাফর আনসারির স্ত্রী ও তুফার মা হাসিনা খাতুনওকে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি টীম আটক করেছিল। ওই মামলায় হাসিনা বর্তমানে জেল হাজতে রয়েছে।
+ There are no comments
Add yours