চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোটের দিন ২৭ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আজ (১৬ এপ্রিল) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক একাদশ জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম- ৮ শূন্য আসনে নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় (শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন ব্যতীত বোয়ালখালী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০৩, ০৪, ০৫, ০৬, ০৭) ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৭ এপ্রিল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন– চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মো. ফরিদউদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শিহাব উদ্দিন মো. আব্দুস সালাম।
নির্বাচনে পাঁচ লাখ ১৭ হাজার ৬৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৪৩ জন ও নারী ভোটার দুই লাখ ৫৪ হাজার ১০৯ জন।
+ There are no comments
Add yours