
কুমিল্লায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ক্যান্টনমেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচং উপজেলার শরিফপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আব্দুল বাতেন (৩২) এবং ময়নামতি বিনন্দিয়ারচর এলাকার ভাড়াটিয়া ও বরুড়া উপজেলার পোমতলা এলাকার মোখলেস মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৪)।
বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনার পর বাসচালক এবং সহযোগী পালিয়ে যান। বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
+ There are no comments
Add yours