রাজশাহী ও চাঁদপুরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার (১৮ এপ্রিল) তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মামুন অর রশিদ ওরফে মুন্না ও ইসহাক ওরফে মো. ইসমাইল হোসেন।
মোহাম্মদ আসলাম খান জানান, রাজশাহীর বোয়ালীয়া থানাধীন বালিয়াপুকুর থেকে হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের হাজিগঞ্জ থানার কাজিরখিল থেকে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
এ সময় মুন্নার কাছ থেকে উগ্রবাদী প্রচার-প্রচারণায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৩টি সিম কার্ড, হিযবুত তাহরীরের খিলাফত প্রতিষ্ঠাবিষয়ক ১১টি কন্টেন্টের কপি ও হাতে লেখা নোটবুক জব্দ করা হয়।
+ There are no comments
Add yours