উলিপুরে ডায়রিয়ায় এক শিশুর মত্যু

Estimated read time 1 min read
Ad1

কুড়িগ্রামর উলিপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সােহেল মিয়া নামে এক শিশুর মুত্যু হয়েছে।

গত এক সপ্তাহের ব্যবধানে ডায়রিয়ায় ২৪ জন আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। প্রচন্ড দাবদাহ উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া, জ্বর-সর্দিসহ নানা রাগর প্রার্দুর্ভাব দেখা দিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সােমবার (১৭এপ্রিল) সন্ধ্যায় উপজলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবশ টারিপাড়া গ্রামের ফরিদ আলীর পুত্র সােহেল মিয়া (১৪) ডায়রিয়ায় আক্রান্ত হলে পরিবারের কাউকে জানায়নি।

পরদিন মঙ্গলবার সকাল স্বজনরা গুরুতর অসুস্থ অবস্থায় তাক উপজলা স্বাস্য কমপ্লক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাক মত ঘােষনা করন। গত এক সপ্তাহের ব্যবধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডায়রিয়া রােগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সিংহভাগ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

সকালে উপজলা স্বাস্য কমপ্লক্স ভর্তি হয় চিকিৎসা নিচ্ছেন পৌরসভার নারিকেল বাড়ী গ্রামের এমদাদুল হকের স্ত্রী ফুলরানী (৪০) ও গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের ফজলুল রহমানের পুত্র সুমন মিয়া (৩৫)। প্রায় এক সপ্তাহ সময় ধরে প্রচন্ড দাবদাহ উপজলার বিভিন এলাকার মানুষজন ডায়রিয়া, সর্দি-জ্বর সহ বিভিন রােগে আক্রান্ত হচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেশকাতুল আবেদ বলন, শিশুটির ফুড পয়জনিং হয়েছিল। হাসপাতাল নিয়ে আসার পথেই মারা গেছে।

ইউনুস আলী

কুড়িগ্রাম প্রতিনিধি

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours