পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে এক দিনেই পার হয়েছে এক হাজার ২শোর বেশি মোটরসাইকেল।
বুধবার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান।
শিমুলিয়া ঘাট থেকে দুইটি ফেরিতে পাঁচটি ট্রিপ দেওয়ার কথা থাকলেও ঘাটে অধিক পরিমাণ মোটরসাইকেল উপস্থিত হওয়ায় সারাদিনে আটটি ট্রিপ দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. জামাল হোসেন বলেন, সকালের দিকে মোটরসাইকেলের চাপ বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে।
উল্লেখ্য, পদ্মা সেতু চালু হওয়ার পর শিমুলিয়া ঘাট দিয়ে লঞ্চ, ফেরি, স্পিডবোট চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীশূন্য হয়ে পড়ে শিমুলিয়া ঘাট। ঈদুল ফিতরকে কেন্দ্র করে আবারও ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে প্রাণ ফিরেছে।
+ There are no comments
Add yours