টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি দোকানে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ভিজিডির চাল গোপনে বিক্রি করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইউপি সচিব শেখ ফরিদের বিরুদ্ধে।
আজ (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলোয়া ইউনিয়ন পরিষদে ভিজিডির চাল বিক্রির ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে আলোয়া ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জানা গেছে, আলোয়া ইউনিয়ন পরিষদে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিডি) চাল গত ১৩ এবং ১৪ এপ্রিল বিতরণ করা হয়। এ সময় ১৪ জন কার্ডধারী না আসায় চালগুলো ইউনিয়ন পরিষদের গোডাউনে তালাবদ্ধ করে রাখা হয়।
গ্রাম পুলিশ সুশীল জানান, বাড়িতে ছিলাম। সচিব ফোন করে পরিষদে আসতে বলেন এবং খালি বস্তা গুনতে বলেন। পরিষদে গিয়ে দেখি আজাদ ভ্যান গাড়িতে চাল তুলছেন। পরে আর কিছু জানি না। আজাদ মাঝে মধ্যেই পরিষদ থেকে এভাবে চাল নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, চাল উদ্ধারের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এছাড়া অভিযোগ ওঠা ওই সচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
+ There are no comments
Add yours