ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তেজগাঁও পর্যন্ত আগামী অক্টোবর-নভেম্বরের দিকে উদ্বোধন করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা শহরের উন্নয়ন পরিকল্পিত না। এখন সবকিছুর পরিবর্তন ঘটেছে।
আজ (২১ এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দরের সামনে চালু হওয়া বিআরটি প্রকল্পের ঢাকা থেকে উত্তরামুখী ফ্লাইওভার পরিদর্শনের আগে তিনি এ কথা বলেন। পরে ওবায়দুল কাদের বিমানবন্দরের সামনে সদ্য চালু হওয়া বিআরটি প্রকল্পের ফ্লাইওভার পরিদর্শন করেন।
বিআরটি প্রকল্প সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, কোথাও কোনো ব্যর্থতা থাকলে সেটা স্বীকার করার মতো সৎ সাহস আমার আছে। আমরা অনেক কাজ করেছি। সমতল থেকে পাহাড় পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা আমরা দৃশ্যমান করেছি। গাজীপুরের ড্রেনের সিস্টেম অত্যন্ত দুর্বল, এখানে বৃষ্টি হলে পানি সরে না। এ প্রকল্প নেওয়ার আগে বিশেষজ্ঞের ভাবনা চিন্তা করলে ভালো হতো। এই প্রকল্পে আমাদের যতটা ভোগান্তি, সারা বাংলাদেশে কোথাও এতো ভোগান্তি হয়নি। শহরের মধ্যে মেট্রোরেলের মতো একটি প্রকল্প মানুষের অতটা দুর্ভোগ তৈরি করেনি। যেটা এই প্রকল্পতে হয়েছে।
+ There are no comments
Add yours