পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু পার হয়ে উত্তরবঙ্গ গিয়েছে ৮ হাজার ২৩৯টি মোটরসাইকেল।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, এ বছর ঈদে সেতুতে রেকর্ড পরিমাণ মোটরসাইকেল পার হয়েছে। এছাড়া টোল আদায়ও বেড়েছে।
আরও পড়ুন >>> পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলায় ২ জনকে জরিমানা
একই সময়ে সেতু পারাপার হয়েছে ছোট বড় মিলিয়ে ৪২ হাজার ৩৬৫টি পরিবহন। এতে সেতুতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৬৫০ টাকা। শুক্রবার (২১ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল টোল আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সেতুর পশ্চিমপাড় হয়ে ঢাকা গিয়েছে ১৫ হাজার ৭টি পরিবহন। এতে টোল আদায় হয়েছে এক কোটি ২০ লাখ ১২ হাজার ৯০০টাকা।
+ There are no comments
Add yours