ওসিকে শিক্ষা উপমন্ত্রীর বডি গার্ডের ধাক্কা, থানায় জিডি

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে সন্তু শীল নামে বিশেষ শাখার (সিটি এসবি) এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে।

অভিযুক্ত সন্তু প্রায় চার বছর ধরে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বডি গার্ড হিসেবে কর্মরত। এ ঘটনায় নিজ থানায় জিডি করেছেন কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির। পাশাপাশি তিনি নগর পুলিশ কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।

আজ (২১ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় শিক্ষা উপমন্ত্রী নওফেল নিজ সংসদীয় আসনে ঈদ সামগ্রী বিতরণ করতে গেলে এ ঘটনা ঘটে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শিক্ষা উপমন্ত্রীর বডি গার্ড হিসেবে কোতোয়ালি থানার ওসিকে নানা বিষয়ে তদবির করতেন সন্তু। তবে কয়েকমাস আগে তাকে ওসি তাকে কোনো বিষয়ে তদবির করতে বারণ করেন। এ নিয়ে ক্ষুব্ধ ছিলেন এএসআই সন্তু।

অভিযোগের বিষয়ে জানতে এএসআই সন্তু শীলের ব্যবহৃত সেলফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জিডির বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তবে ঘটনার বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এম আই রাফি

বৈশিষ্ট্য সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours