কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ঘরের টিন ফুটো হওয়ার পাশাপাশি আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে শুরু হয় শিলাবৃষ্টি। এতে ফসলের ক্ষতির পাশাপাশি ওই এলাকার ২০টিরও বেশি পরিবারের টিনের চালা ফুটো হয়েছে।
প্রায় ১৭ মিনিট স্থায়ী হওয়া এ শিলাবৃষ্টিতে উপজেলার চন্দ্রখানা, পানিমাছকুটি, কুটিচন্দ্রখানা ও তালুক শিমুলবাড়ীসহ বেশকিছু এলাকায় আগাম জাতের ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন বলেন, শিলাবৃষ্টির পর সন্ধায় খোজ নিয়ে তেমন ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে উপজেলা কৃষি কন্ট্রোল রুমকে ভালো করে খোজখবর নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
+ There are no comments
Add yours