গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারের একটি তেলের গোডাউনে লাগা আগুনে তিনটি স্বর্ণের দোকানসহ ৩৪টি দোকান পুড়ে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
গতকাল রাত ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারের যমুনা ব্যাংকের সামনে একটি তেলের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার জানান, রাত দশটার দিকে তেলের গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তেলের গোডাউনের পাশে তিনটি স্বর্ণের দোকানসহ বেশ কয়েকটি মুদি দোকান ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মোট ৩৪টি দোকান পুড়ে গেছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠাবো। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহোযোগিতা করা হবে।
+ There are no comments
Add yours