পটুয়াখালীর বাউফলের কালাইয়া লঞ্চঘাট এলাকার খান বরফকলে বিস্ফোরণে দগ্ধ হয়ে মো. রাসেল খান (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রাসেল খান পটুয়াখালী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টুর ছোট ভাই। আহত শ্রমিকরা হলেন- প্রেমানন্দ দাস (৫৫), কৃষ্ণ রাণী ( ৪০), মো. ইব্রাহিম (২৯) ও মো. আফজাল (৫০)।
বাউফল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফুজ্জামান জানান, এটা এমন এক ধরনের গ্যাস যা হাওয়ায় ছড়িয়ে পড়লে খুব উত্তপ্ত হয় এবং পরবর্তীতে একদম শীতল হয়ে যায় পুরো স্থান। বরফ উৎপাদনের যন্ত্রে এই গ্যাস ব্যবহার করা হয়।
প্রাথমিকভাবে আমরা ধারণা করছি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের সাপ্লাই স্থানে লিকেজ হয়ে ফেটে গেছে, ফেটে যাওয়ার ফলে বিকট শব্দ হয়। আমরা ঘটনাস্থল তদন্ত করে প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছি। নিহত ব্যাক্তি হয়তো সিলিন্ডারের বেশি কাছে ছিল তাই গ্যাসের তীব্র তাপে তিনি দগ্ধ হন।
+ There are no comments
Add yours