
কুড়িগ্রামের উলিপুরে ৫০ পিস ইয়াবাসহ মোঃ কফিল উদ্দিন(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
কফিল উপজেলার হাতিয়া ইউনিয়নের ভবেশ নয়াগ্রামের আবুল কাশেমের পুত্র। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মশিউর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে হাতিয়া ইউনিয়নের নয়াগ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ কফিল উদ্দিনকে আটক করা হয়।
বুধবার(২৬ এপ্রিল) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours