গাজীপুর সিটি নির্বাচন : দুই মেয়র প্রার্থীসহ তিনজনকে শোকজ

Estimated read time 1 min read
Ad1

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র প্রার্থী এবং একজন কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন- জাতীয় পার্টির মেয়র প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মন্ডল এবং নগরীর ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সনজিৎ মল্লিক। বুধবার (২৭ এপ্রিল) তাদের ওই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

কারণ দর্শানোর পৃথক চিঠিতে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে মেয়র ও কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশন সচিবালয়সহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় হতে পোস্টার অপসারণের বিষয়ে নির্দেশনা প্রদান করাসহ মাইকিং করা হয়। তারপরও সরেজমিনে নগরীর বিভিন্ন স্থানে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের ছবি সম্বলিত পোস্টার দেখা যায়।

এছাড়া নগরীর ২৬নং ওয়ার্ডের এলাকা পরিদর্শনকালে দেখা যায়, অদ্যাবধি সিটি কর্পোরেশনভুক্ত ২৬নং ওয়ার্ডের দেয়ালে কাউন্সিলর প্রার্থী সনজিৎ মল্লিকের পোস্টার শোভা পাচ্ছে, যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুসারে বিধি ৫ সুস্পষ্ট লঙ্ঘন করেছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours