রুদ্র অয়ন এর কবিতা -তুমি ছুঁয়ে দিলেই

Estimated read time 1 min read
তুমি ছুঁয়ে দিলেই 
রুদ্র অয়ন
সকল যাত্রী
এক এক করে
গন্তব্যে পৌঁছে যায়,
শুধু আমি পরে থাকি
যাত্রী দলের পেছনে;
অবসন্ন ক্লান্ত দেহ নিয়ে!
অবিরত পথচলা আমার
পাইনা কোনও গন্তব্য!
অনেকেই সফল কবিতা লেখেন
কেবল আমার কবিতাগুলো
রয়ে যায় অসমাপ্ত!
লেখা হয়না কিছুই।
বুকের গহীন জমিনে
ধুধু বালুচর যেনো
সেখানে ফোটেনা কোনো ফুল
কোনও ঘাস ফুলও না।
চেনা অচেনা স্বরে
কেউ পিছু ডাকেও না আজ।
একাকী
নিরবতায়
কাটে আমার অষ্ট প্রহর।
দীর্ঘতম রাত্রি যেনো
ঘিরে ধরেছে আমায়!
শুনশান নিরবতায়
মাঝে মাঝে পাতাঝরার
মর্মর বিষাদ শব্দ শোনা যায়!
অথচ-
তোমার ছোঁয়াতেই
খুঁজে পাওয়া যেতো গন্তব্য।
শেষ হতো
একাকী রাতের অন্ধকার।
তুমি ছুঁয়ে দিলেই
উপসম হতো যতো অবসাদ।
সঞ্জিবনী শক্তিতে
বেঁচে ওঠতো মুমূর্ষুপ্রায় হৃদয়।
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours