হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ওজনের সোনাসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (২৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের এডিশনাল এসপি মিজানুর রহমান।
শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০ মিনিটে বিমানবন্দরের ২নং আগমনী কারপার্কিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. অলি আহাদ (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা এলাকার বাসিন্দা।
শুক্রবার রাত ১টার দিকে অভিযুক্ত মো. অলি আহাদ বিমানবন্দরের ২নং আগমনী কারপার্কিংয়ের সামনে ঘোরাঘুরি করতে দেখে দায়িত্বরত এপিবিএনের সদস্যদের সন্দেহ হয়। এসময় তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন, তার কাছে সোনা রয়েছে। এরপর তাকে তল্লাশি করে ৬ পিস সোনার বার যার ওজন ৬৯৬ গ্রাম ও ৩৪০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট এক কেজি সোনা জব্দ করা হয়। এসব সোনার পরিপ্রেক্ষিতে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় সেগুলো জব্দ করা হয়েছে।
+ There are no comments
Add yours