কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পরে গুলি করে হত্যার ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের করা হয়েছে।
গতকাল (২ মে) রাতে নিহত জামাল হোসেনের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় ৯ জনের নাম উল্লেখ ও ৮ জনকে অজ্ঞাত করে মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। বুধবার (৩ মে) সকালে দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত রোববার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পরে গুলি করে তিন দুর্বৃত্ত। পরে তাকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জামাল হোসেন তিতাস উপজেলার নোয়াগাঁও জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে এবং তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। জামাল গৌরীপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।
+ There are no comments
Add yours