আগামী ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম ও ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী।
এ বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করতে হবে।
দুই কবির জন্মবার্ষিকী উদযাপনে আগামী ৮ মে (সোমবার) ও ২৫ মে (বৃহস্পতিবার) রাজধানী ঢাকাসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন হবে।
জানা গেছে, জাতীয় পর্যায়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন নিয়ে গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৫ এপ্রিল এ সভার কার্যবিবরণী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠিয়েছে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি এ সভার কার্যবিবরণী প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
+ There are no comments
Add yours