বাজেট ২০২৩-২৪ : বিদেশ ভ্রমণে গুণতে হবে বাড়তি কর

Estimated read time 1 min read
Ad1

আসছে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে বিদেশে ভ্রমণে ইচ্ছুক মানুষদের জন্য দুঃসংবাদ থাকছে। বাড়তি করের চাহিদা মেটাতে বিদেশগামী যাত্রীদের ওপর ৩০০-৫০০ টাকা বাড়তি কর আরোপ করতে যাচ্ছে সরকার।

কিন্তু হজ কিংবা চিকিৎসার জন্য যারা বিদেশ ভ্রমণ করবেন তারা আগের মতোই কর সুবিধা পাচ্ছেন।

আসছে বাজেটে স্থলপথে ভ্রমণে ভ্রমণ কর ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা, সার্কভুক্ত দেশের জন্য ৩০০ টাকা বৃদ্ধি করে এক হাজার ৫০০ টাকা, ইউরোপ-আমেরিকা অঞ্চলের জন্য সাড়ে ৪ হাজার টাকা এবং অন্য অঞ্চলের জন্য সাড়ে ৩ হাজার টাকা করা হতে পারে জানা গেছে।

এনবিআর সূত্র জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে ভ্রমণ কর বাড়ানো হয়েছিল। সেই হিসাবে বর্তমানে স্থলপথে বিদেশ ভ্রমণের জন্য ৫০০ টাকা এবং জলপথে ভ্রমণে ৮০০ টাকা কর দিতে হয়। অন্যদিকে আকাশপথে সার্কভুক্ত দেশ ভ্রমণে এক হাজার ২০০ টাকা; উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ান ভ্রমণে যাত্রীপ্রতি ৪ হাজার টাকা এবং অন্যান্য দেশ ভ্রমণের জন্য ৩ হাজার টাকা করে ভ্রমণ কর দিতে হয়। সাধারণত বিমান টিকেটের সঙ্গে ওই কর আদায় করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours