ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে।
গতকাল (১২ মে) রাত ১১টা থেকে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়।
আজ (১৩ মে) সন্ধ্যায় কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আগামী ১৯ মে পর্যন্ত এই সংকট থাকবে। তারপর গ্যাস সংকটে কেটে যাবে আশা করা যাচ্ছে।
এদিকে গ্যাস সংকটের কারণে তীব্র ভোগান্তিতে পড়েছেন নগরের চান্দগাঁও, বাকলিয়া, আন্দরকিল্লা ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা।
+ There are no comments
Add yours