বালুর গর্তে মিলল ১২২ লিটার মদ

Estimated read time 1 min read
Ad1

মোঃ আরিফুল ইসলাম //

নারায়রণগঞ্জের রূপগঞ্জে মাটিতে পুতে রেখে লুকিয়ে দেশীয় তৈরী চোলাই মদ ক্রয় বিক্রয়ের অপরাধে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১২ মে) রূপগঞ্জ থানাধীন বাড়িয়াছনি ১০০ ফিট রাস্তার পশ্চিম পাশে বালু নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে রূপগঞ্জ থানা পুলিশ।

বিনীত নিবেদন এই যে, আমি এএসআই(নিঃ)/ মোঃ আকতার শাওন, বিপি-৮৫০৫০৯০৬৩৪, সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/ মোঃ আবু হানিফ মিয়া, বিপি-৮২০২০৯৮২০৭, কং/১৮৭৩ হৃদয় আহম্মেদ, মোবাঃ ০১৮৫৮-৭১১৬৫১, কং/২১৮৮ গোলাম মোস্তফা, মোবাঃ 01747-3546২৭, উভয় রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ গনদের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ মতিন (৫৫), পিতা- মোঃ মফিজ উদ্দিন, মাতা- আজুফা বেগম, সাং- পাতিরা, থানা- খিলক্ষেত, জেলা- ডিএমপি, ঢাকা, ২। মোঃ মফিজুল (৪০), পিতা- মোঃ নিয়ারুল, মাতা- এজলেমা, সাং- বড় বেড়াইদ, থানা- বাড্ডা, জেলা- ডিএমপি, ঢাকা দ্বয়য়ের দখল হইতে উদ্ধারপূর্বক জব্দকৃত আলামত সর্বমোট ১২২ (একশত বাইশ) লিটার চোলাই মদ সহ থানায় আসিয়া এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, রূপগঞ্জ থানার সাধারণ ডায়েরী নং-৫৮৩, তারিখ-১১/০৫/২০১৩ ইং মূলে রূপগঞ্জ থানাধীন ইছাপুরা বাজার ও বাড়িয়াছনি এলাকায় আমি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালীন সময়ে ইং-১২/০৫/২০২৩ তারিখ রাত আনুমানিক ০৪.১৫ ঘটিকার সময় পূর্বাচল নীলা মার্কেটের সামনে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, রূপগঞ্জ থানাধীন বাড়িয়াছনি ১০০ ফিট রাস্তার পশ্চিম পাশে বালু নদীর পাড়ে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ বালুর গর্তে মজুদ রাখিয়া ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাহার নির্দেশক্রমে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্স দ্রুত ইং- ১২/০৫/২০২৩ তারিখ রাত্র অনুমান ০৪.৫৫ ঘটিকার সময় উল্লেখিত ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া সেখানে অবস্থানরত ০২ জন আসামী মাদকদ্রব্য ঘটনাস্থলে রাখিয়া দৌড়াইয়া পালানোর সময় ০২ জন আসামীকে আটক করিতে সক্ষম হই। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তাহারা উপরোক্ত নাম- ঠিকানা প্রকাশ করে। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত সাক্ষী (ক) হরিশ চন্দ্র দাস @ হরি (৫০), পিতা- মৃত সুবাস চন্দ্র দাস, সাং- বানিয়াদী, ঋষিপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, মোবাঃ 01727-868776, (খ) কং/১৮৭৩ হৃদয় আহম্মেদ, মোবাঃ ০১৮৫৮-৭১১৬৫১, (গ) কং/২১৮৮ গোলাম মোস্তফা, মোবাঃ ০১৭৪৭-৩৫৪৬২৭, উভয় রূপগঞ্জ থানা, নারায়ণগঞ্জ গনদের সম্মূখে বিধি মোতাবেক ধৃত আসামী ১। মোঃ মতিন (৫৫), ও ২। মোঃ মফিজুল (৪০) দ্বয়ের দেহ তল্লাশী করাকালে আসামীদ্বয়ের স্বীকারোক্তিমতে এবং দেখানোমতে ঘটনাস্থল হইতে ১। ০৩ (তিন)টি নীল রংয়ের প্লাষ্টিকের জারে রক্ষিত চোলাই মদ, প্রতিটিতে মদের পরিমান ৩০ লিটার করিয়া (৩০x৩) = ৯০ (নব্বই) লিটার, ২। ০৮টি সাদা পলিথিনের প্যাকেটে রক্ষিত চোলাই মদ, যাহার প্রতিটিতে চোলাই মদের পরিমান, ০৪ লিটার করিয়া, (৪x৮)= ৩২ লিটার চোলাই মদ, মোট চোলাই মদের পরিমান (৯০ লিটার+৩২ লিটার)= ১২২ (একশত বাইশ) লিটার, যাহার মূল্য অনুমান ১,২২,০০০/- (এক লক্ষ বাইশ হাজার) টাকা উদ্ধারপূর্বক আমাদের সঙ্গীয় অফিসার এসআই(নিঃ) মোঃ আবু হানিফ মিয়া ভোর ০৫.১৫ ঘটিকার সময় পর্যাপ্ত বিদ্যুৎত্তের আলোতে জব্দ তালিকা মোতাবেক জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া স্বীকার করে এবং তাহার হেফাজত হইতে উদ্ধারকৃত ১২২ (একশত বাইশ) লিটার চোলাই মদ বালু গর্তে ভিতরে মজুদ রেখে বিক্রয়ের কথা স্বীকার করে। আসামী মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে নিজ হেফাজতে রাখিয়া ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(গ) ধারায় অপরাধ করিয়াছে। আরো অধিক পরিমান মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করিতে সামান্য বিলম্ব হইল।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours