নড়াইলে কৃষক সোবহান ফারাজী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে প্রত্যেককে ৩০ হাজার করে টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ (১৪ মে) সকালে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর বিচারক মো. আকরাম হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ বিষয়টি নিশ্চিত করে জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্যার ছেলে ফায়জুর মোল্যা (৫৪), মৃত রাজ্জাক মোল্যার ছেলে ফারুক মোল্যা (৫৮), সিদ্দিক খানের ছেলে কামাল খান (৪২), আজিম মোল্যার ছেলে হাশিকুর মোল্যা (৪০) এবং ওই গ্রামের মৃত আব্দুল জাব্বার মোল্যার ছেলে ফশিয়ার মোল্যা।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী নিজ কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য ডিজেল কিনতে যান। এসময় টাকিমার স্লুইচগেটের পাশে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে ওৎ পেতে থাকা আসামিরা সোবহান ফারাজীকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় নিহত সোবহান ফারাজীর ভাই জলিল ফারাজী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
+ There are no comments
Add yours