ঊনপঞ্চাশ পেরিয়ে
মোঃ মনজুর মোরশেদ
উড়ছে নিশান লাল-সবুজের হাওয়ার তালে দুলে
ঊনপঞ্চাশের প্রহর জুড়ে এই গগনের তলে
‘বিজয়’ কিংবা ‘স্বাধীনতার’ ভিন্ন কোথায় মানে?
কোথায় এমন খাড়া ইতিহাস ভাষার আপন টানে!
রক্ত সিন্ধুর এতো ত্যাগ আমরা দিই কি মূল্য?
জানের বিনিময়ে যারা মাটিটা রক্ষা করলো
আজো স্বপ্ন দেখার আশ্বাসী সান্ত্বনা আগামীময়
দেশটায় বুঝি মুক্ত হলো মানুষ স্বাধীন নয়
শকুনেরা সেই আজো জাগ্রত আপন ঘরের বুকে
শাসন আর শোষণ হচ্ছে ভীষণ মুখোশের মোড়কে
কত যোদ্ধা আছে এখনো অবহেলার তালিকায়
জন্ম পূর্বেই কেউ আবার গাজী বনে যায়
এতো অনিয়ম তবু প্রত্যাশা হবে বাস্তবায়ন সাধের
মৃত্যুর আগেই যেন দেখা হয় আলো আরোহনের
বিজয়ের সেই চেতনায় হোক মন্দ সব নিরুদ্দেশ
স্বাধীনতার সীমান্ত হোক চিত্তের প্রকৃত রেশ
তবেই তো সোনার বাংলাদেশ।।
+ There are no comments
Add yours