ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করা প্রায় ১১ হাজার গাড়ির তথ্য গোপন করে দুদকের মামলার আসামি হলেন সাবেক ট্রাফিক পরিদর্শক আবদুল কাদের জিলানী।
আজ (১৪ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মাহবুবুল আলম অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেন।
সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় সাবেক ট্রাফিক পরিদর্শক আবদুল কাদের জিলানীর বিরুদ্ধে ১২ লাখ ৬২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরের রেজিস্টারে মোট ১১ হাজার ৯৯৫টি গাড়ি এন্ট্রি দেওয়া আছে। কিন্তু কাস্টমস শুল্ক স্টেশনের হিসাব অনুসারে ওই সময়ে অর্থাৎ ২৬ মাসে মোট ২২ হাজার ৯১৪টি গাড়ি বন্দরে আসে। অর্থাৎ কাস্টমসের হিসাবের চেয়ে স্থলবন্দরের রেজিস্টারে ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ১০ হাজার ৯০৭টি গাড়ি কম এন্ট্রি দেওয়া আছে।
দুদক জানায়, সাবেক ট্রাফিক পরিদর্শক আবদুল কাদের জিলানী সরকারি অর্থ সংশ্লিষ্ট তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করে দণ্ডবিধির ৪০৯/৪২০ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায় শান্তিযোগ্য অপরাধ করেছেন।
+ There are no comments
Add yours