মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করার পরই রাতের মধ্যে কক্সবাজারসহ অন্যান্য বন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে ফেলা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ (১৪ মে) সন্ধ্যায় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঢাকা পোস্টকে এ তথ্য জানান।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, ‘অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ আজ সকাল ৬টায় বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করে। পরে বিকেল ৩টায় ঘূর্ণিঝড়ের মূলকেন্দ্র স্থলভাগে ওঠে। ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের পেছনের অংশ উপকূলে ওঠা প্রায় সম্পন্ন করেছে। এটি আরও কিছুক্ষণ পরে পুরোপুরি বাংলাদেশের স্থলভাগ অতিক্রম করবে। স্থলভাগে এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে।’
নাজমুল হক আরও বলেন, মোখার মূল অংশ মিয়ানমারে চলে গেছে। তবে দেশের উপকূলে এর প্রভাব থাকবে। যেমন এর প্রভাবে বৃষ্টিপাত হবে। মানে মোখা দুর্বল হলেও আগামী কয়েকদিন এর প্রভাবে বৃষ্টিপাত হবে।
‘আজ রাতে ঢাকাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে আগামী দুই থেকে তিনদিন ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ সারাদেশের অনেক জায়গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে জানান তিনি।’
+ There are no comments
Add yours