সাতক্ষীরার পাটকেলঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে দুজন শ্রমিক নিহত ও আহত হয়েছেন আরও ১৭ জন।
আজ (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শ্রমিকরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের মন্টু মিয়ার ছেলে সুমন হোসেন (৩৫) ও একই উপজেলার জয়নগর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আবুল হোসেন (৪৬)।
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের হযরত আলীর ছেলে ইয়াসিন আলী (১৯), সদর উপজেলার ধুলিহর গ্রামের নেছার আলীর ছেলে শুকুর আলী (৫০) ও একই উপজেলার কাশেমপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ইমন হোসেন (১৯)।
এছাড়া সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাপস কুমার দাশ (৪০), শাহিদুল ইসলাম (৩৫), মামুন হোসেন (২৩), শাহিন (২১) ও শ্রমিকদের বাবুর্চি ফরিদা বেগম (৫০)। আহত আরও ৯ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাটকেলঘাটা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিত কুমার আধিকারী জানান, পিকআপে ধানকাটা শ্রমিকরা শরিয়তপুর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
মঙ্গলবার সকালে সাতক্ষীরা খুলনা মহাসড়কের কুমিরা বাজার সংলগ্ন এলাকায় এসে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। তাছাড়া অন্তত ১৭ জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
+ There are no comments
Add yours