রোটারি ইন্টারন্যাশনাল শাখা সংগঠন রোটারেক্ট ক্লাব অব বীর চট্টলার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফয়সাল বাতিন এবং সাধারণ সম্পাদক আশরাফুল আজম সিজান.. অনলাইনে অনুষ্ঠিত এক বোর্ড সভায় ক্লাবটির নির্বাচন সম্পন্ন হয়।
তাদের নেতৃত্বে ক্লাব আরো বেশি গতিশীল হবে এবং নানা সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এডিশনাল ডিস্ট্রিক্ট কোরডিনেটর মুবিনুল হক. সংগঠনটির নতুন সেক্রেটারি সিজান জানান, রোটারেক্ট মূলত নিজেদেরকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে তৈরি কারার একটি যুব সংগঠন। যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব দানের মাধ্যমে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড অংশ নেয়া হয়।
আশা করি আমাদের নতুন নেতৃত্ব সফলভাবে রোটারেক্টের লক্ষ্য অর্জনে সক্ষম হবে। সংগঠনের নতুন সভাপতি বাতিন বলেন, সংগঠনটিকে নতুনভাবে সাজিয়ে আরো বেশি সক্রিয় করে তোলার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট নাগরিক গড়ার যে তাগিদ তা পূরণে আমরা সবসময় সচেষ্ট থাকবো। উল্লেখ্য, সংগঠনটি যারা পথ শিশু ও সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকার পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করছে নানাভাবে।
+ There are no comments
Add yours