ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালকে পাঁচশ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
মন্ত্রণালয়ের উপ সচিব রওনক আফরোজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনটি গত বুধবার (১৭ মে) তারিখে জারি করা হলেও এটি জানা যায় বৃহস্পতিবার (১৮ মে)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এনামুল হক বলেন, এ হাসপাতালটি পাঁচশ শয্যা বিশিষ্ট হলেও এখানে প্রতিদিন গড়ে আট থেকে নয়শ রোগী ভর্তি থাকে। তবে এতদিন সব রোগীদের খাবার সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এজন্য হাসপাতালটিকে এক হাজার শয্যায় উন্নীত করতে আমরা স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছিলাম।
এ দিকে বৃহস্পতিবার (১৮ মে) জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফের যৌথ স্বাক্ষতি এক ‘অভিনন্দন পত্রে’ শয্যা বাড়ানোর জন্য শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
+ There are no comments
Add yours