নারায়ণগঞ্জের সৈয়দপুরে দুইটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল (২০ মে) রাতে র্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও চুক্তি ভিত্তিক নানা অপরাধমূলক কর্মকান্ডে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হতো বলে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার আসামিরা।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নারায়ণগঞ্জ সদর থানাধীন বাড়িরটেক এলাকার আব্দুস সামাদের ছেলে মো. সোহেল (৩৩), মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকার আলী আক্কাসের ছেলে রহিম বাদশা (৩৫) ও একই এলাকার মো. আলী আকবরের ছেলে মো. প্রভাত হোসেন (৩৫)।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও নারায়নগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
+ There are no comments
Add yours