কাব্যগ্রন্থ “অরন্যকলি” এর মোড়ক উন্মোচন

Estimated read time 1 min read
Ad1

রানা মোল্লা,খাগড়াছড়ি,

খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে গত ১৯শে ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দে খাগড়াছড়ি কবি পরিবার(খাকপ) কর্তৃক সম্পাদিত সৃজনশীলতার প্রথম স্মারক যৌথ কাব্যগ্রন্থ “অরণ্যকলি”র প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কবি পরিবার(খাকপ) এর সম্মানিত উপদেষ্টা খাগড়াছড়ি সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবি সুভায়ন খীসা এবং সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক কবি শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘টিম খাগড়াছড়ি’ গ্রুপের প্রধান এডমিন জনাব হাসানুল করিম ও মডারেটর ফারজানা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কবি পরিবার(খাকপ) এর পরিচালনা পরিষদের সভাপতি কবি পারভীন আক্তার, সাধারণ সম্পাদক কবি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক কবি ক্যজসাই মারমা সহ এক ঝাঁক তরুণ কবি।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কাটার মাধ্যমে যৌথ কাব্যগ্রন্থ ‘অরণ্যকলি’র মোড়ক উম্মোচন করেন শিক্ষা অফিসার জনাব সুভায়ন খীসা। এর পর পর্যায়ক্রমে সম্মানিত কবিদের মাঝে কাব্যগ্রন্থ বিতরন, কবিতা আবৃত্তি, কাব্য আলোচনা এবং সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবে সম্মানিত কবিগণ যৌথ কাব্যগ্রন্থ অরণ্যকলি হতে তাদের নিজের লেখা চমৎকার সব কবিতা পর্যায়ক্রমে আবৃত্তি করে শোনান। আলোচনার মাঝে জনাব হাসানুল করিম বলেন, প্রিয় খাগড়াছড়ির কবি লেখক গণ কর্তৃক সম্পাদিত বই নিয়ে এই ধরনের সৃজনশীল আয়োজন খাগড়াছড়িতে এটাই প্রথম। অন্যান্য বক্তাগণ খাগড়াছড়ি কবি পরিবার(খাকপ) এর এরকম সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করে কাব্যচর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours