আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সাম্প্রদায়িক, দুর্বৃত্ত পরায়ণ রাজনীতিকে আমরা কবরস্থানে পাঠাব।
রোববার (২১ মে) রাজধানীর আগারগাঁও বিএনপি বাজারের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারা আমাদের নেত্রীকে কবরস্থানে পাঠাতে চায়। আমরা তাদের রাজনীতিকে কবরস্থানে পাঠাতে চাই। দুর্বৃত্তদের, দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনৈতিক করার কোনো অধিকার নেই।
তিনি বলেন, নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি, এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকের নেত্রী সম্পর্কে যে কটূক্তি করেছে এর প্রতিবাদ করতে হবে সারা বাংলায়। সারা বাংলায় বিক্ষোভ করতে হবে। এভাবে আজ ছেড়ে দেব না। এই নগরীতে তাদের বিক্ষোভের পাশে শান্তি সমাবেশ করেছি। একটা টু শব্দ হয়নি। কোন হানাহানি মারামারি আওয়ামী লীগের কর্মীরা করতে যায়নি। ফখরুলের লজ্জা থাকলে এই কথা স্বীকার করতেন।
তিনি আরও বলেন, সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। সব দেশের সংবিধানে নির্বাচন হয় আমার দেশে কেন নয়? শেখ হাসিনা কেন পদত্যাগ করবে? ৭৫ পরবর্তীতে যত সরকার এসেছে যত মানুষ আছে সে আমি বুকে হাত দিয়ে বলি শেখ হাসিনার মতো কে বেশি কাজ করেছে। এদেশের মানুষের জন্য কেউ উন্নয়ন করেছে?
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের হাত থেকে আজ শেখ হাসিনাকে রক্ষা করতে হবে, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে আজ যে ষড়যন্ত্র এ ষড়যন্ত্রকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে শক্তিকেই মোকাবিলা করতে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে এ ষড়যন্ত্র আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে, এই ষড়যন্ত্র শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশের বিরুদ্ধে, ষড়যন্ত্র পদ্মা সেতুর বিরুদ্ধে, আজকের এই অপশক্তি বাংলাদেশকে আবারও দুর্নীতির পাহাড় বানাতে চায়।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজশাহীতে আবু সাইদ চাঁদ যে কথা বলেছেন এটা-তো মির্জা ফখরুলেরই মনের কথা। ফখরুল চাপাবাজি অনেক করেছেন। আপনি কি জিজ্ঞেস করেছেন ওই চাঁদকে শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি দেওয়ার পরও? লজ্জা করে না? আপনাদের কর্মীরা বিপদে আছে? আপনাদের কর্মীদের এরেস্ট করা হচ্ছে? হয়রানি করা হচ্ছে? ১৯ তারিখে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে আজকে ২১ তারিখ এখনো তিনি জেলে যাননি বাইরে আছেন, তিনি রাজশাহীতে আছেন। সরেজমিনে শুনে আসেন। আমার কাছে ভিডিও আছে।
+ There are no comments
Add yours