প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নেত্রকোণা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।
আজ (২২ মে) দুপুরে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমানের লিটনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করে।
তবে বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা জেলা শহরের ছোটবাজার এলাকায় থাকা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুরসহ অগ্নি সংযোগ করেছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপি নেতারা।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করে নেত্রকোণা জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জেলা শহরের ছোটবাজার এলাকায় থাকা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটনসহ অন্যরা।
সমাবেশে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
+ There are no comments
Add yours