নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদের উপনির্বাচনে ভোট গ্রহণ চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
আজ (২৫ মে) দুপুর ১টার দিকে বালি মহিষাটী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইপক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুলিশ অনেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন বলেন, স্বতন্ত্র তিন প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় নৌকা প্রতীকের অন্তত ১০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।
তবে স্বতন্ত্র প্রার্থীদের আহত কর্মী-সমর্থকদের পরিচয় জানা সম্ভব হয়নি। সংঘর্ষে আহত জেলা যুবলীগ নেতা অসীম বিশ্বাসসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান সেলিম আজাদ সেলিম গত ১৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
+ There are no comments
Add yours