চন্দনাইশে বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান চালিয়ে ১০ ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় উদ্ধারকৃত নগদ ১ লক্ষ টাকা, মোবাইল সেট, ব্যাগ ও নাম্বার বিহীন সিএনজি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
আটককৃত ছিনতাইকারীরা হলেন- চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের দক্ষিণ বৈলতলী চরপাড়া এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো: আরিফুল ইসলাম (৩০), হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর ভান্ডারী পাড়া এলাকার মোঃ আবু তৈয়বের ছেলে মো: ইসমাইল (২২)।
সহযোগী ছিনতাইকারীরা হলেন- হাশিমপুর ইউনিয়নের পূর্ব হাশিমপুর, সোনাইছড়ি কুল এলাকার আইয়ুব আলীর ছেলে মো: শাহরিয়ার ইসলাম প্রকাশ জিকু (২২), চন্দনাইশ পৌরসভার দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া মৃত নুরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২২), বৈলতলী ইউনিয়নের উত্তর জাফরাবাদ, সৈয়দ মাঝির পাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মোঃ আরাফাত (৩০), হাশিমপুর ইউনিয়নের দক্ষিণ হাশিমপুর, ভান্ডারী পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইয়াসিন আরাফাত আকিব (১৯) ও একই এলাকার কালু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২২), পূর্ব হাশিমপুর, হিরালাল পাড়া এলাকার ছেলে লোকমান হাকিমের ছেলে আজিজুল হাকিম ইমরান (১৯), দক্ষিণ হাশিমপুর, হিরালাল পাড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে মো: ইমন (১৯) এবং পূর্ব হাশিমপুর, সোনাইছড়ি কুল এলাকার বাচা মিয়ার ছেলে আজিজুল হক (১৯)।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মে রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আলোকিত কনভেনশন সেন্টারের দক্ষিণ পাশে পাঠানীরপুল ব্রিজের দক্ষিণ পাশ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর বিবাদীরা বাদী চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বুলার তালুক মো: সরোয়ার কামাল (৩৫) এর সানাফ এন্টারপ্রাইজ নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল জব্বার (২২) ও টেম্পু গাড়ির চালক মো: নাসির (২২)’কে মারধর করত: ছুরি দিয়া ভয়ভীতি প্রদর্শন করিয়া নগদ অনুমান ২ লক্ষ টাকা ও মোবাইল সেটের মূল্য অনুমান ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে কয়েকজন সিএনজি যোগে এবং আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে আমার ম্যানেজার পথচারীর মোবাইলের মাধ্যমে আমাকে ফোন করে জানায় যে, আমার কোম্পানীতে পূর্বে কর্মরত থাকা উপরোক্ত ০১ ও ০২নং বিবাদী সহ অজ্ঞাতনামা কয়েকজন বিবাদী তাহাদের টেম্পুর গতিরোধ করত: মারধর করিয়া অনুমান ২ লক্ষ টাকা সহ ব্যাগটি এবং ম্যানেজারের ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,থানার এসআই মোঃ ইউনুস আলীর নেতৃত্বে কয়েকটি টিম বৃহস্পতিবার রাত ২টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই ঘটনার সাথে জড়িত ১০ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় লুণ্ঠিত টাকার নগদ ১ লক্ষ টাকা, মোবাইল সেট, ব্যাগ ও নাম্বার বিহীন সি এন জি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর ৪/৫ মামলা রেকর্ড হয়েছে। আসামীদের আগামীকাল শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
+ There are no comments
Add yours