কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষদের আটক করেছে পুলিশ। এ সময় পাচারে জড়িত থাকায় ৪ জন দালালকে আটক করা হয়।
গতকাল (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে টেকনাফ নাইট্যং পাড়া আমিন শরীফের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ১৯ জন রোহিঙ্গা নারী-পুরুষদের উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ৬ জন নারী, ৬ জন পুরুষ ও ৭ জন শিশু।
আটককৃত দালালরা হলেন, জাহিদ (৩০), জামাল (৩৮), হাজেরা (৫০), ইউনুছ (২৪)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, রাতে ১৯ জন মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সাগর তীরে অপেক্ষা করছিল।
এ গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে একটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় পাচারে জড়িত থাকায় ৪ দালালকে আটক করা হয়।
+ There are no comments
Add yours