
জয়পুরহাটে একই দিনে পৃথক স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে পৃথক দুই স্থানে কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপির একটি পক্ষ ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
জেলা শহরের ২নং স্টেশন রোড রেলগেটের একপাশে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপির একটি পক্ষ জনসমাবেশ করেছে। অপরদিকে রেলগেটের আরেক পাশে জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের সামনে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির একটি পক্ষের জনসমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল। এতে বক্তব্য দেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির সদস্য আনোয়ারুল হক প্রমুখ।
একই সময় কম দূরত্বে আওয়ামী লীগ-বিএনপির দুটি সমাবেশকে ঘিরে লোকজনের মধ্যে মৃদু উত্তেজনার ভাব বিরাজ করছিল। শেষ পর্যন্ত দুটি সমাবেশই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। জেলা বিএনপির আরেকটি পক্ষ আজ বিকেলে সমাবেশ করবে। ওই সমাবেশে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু উপস্থিত থাকার কথা রয়েছে।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours