সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুলতান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় দিলু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীসহ দুজনক আটক করা হয়েছে।
আজ (২৭ মে) দুপুর ১টার দিকে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাতে সাভারের জামশিং এলাকার শুক্কুরজান স্কুল সংলগ্ন অ্যামব্রয়েডারির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক হিসাবে কর্মরত আছেন। সাভারের ভাটপাড়া এলাকার মজিবুর রহমানের বাড়িতে তিনি ভাড়া থাকেন। ঘটনার সময় তিনি ছুরিকাহত অবস্থায় নিজেই একটি ফার্মেসিতে সাহায্য চাইতে গেলে সেখান থেকে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।
আটক দিলু সাভারের শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। হামলার ঘটনা তার বাড়ির পাশে ঘটেছে বলে জানা গেছে। তবে অপরজনের নাম ঠিকানা এখনো জানা যায়নি।
ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, এএসআই সুলতান বাসায় ফেরার পথে তাকে পেছন থেকে হামলা করা হয়। পরে তিনি নিজেই আহতাবস্থায় ফার্মেসিতে গেলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
+ There are no comments
Add yours