আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধি // ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগারের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় জেলা ও দায়রা আদালত প্রাঙ্গনে নির্মাণ কাজের উদ্বোধন করেন মহামান্য হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, জেলা পুলিশ সুপার আফরাজুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসূলসহ অন্যান্য বিচারকবৃন্দ।
পরে জেলা ও আইনজীবী সমিতির হলরুমে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আইনজীবীদের সাথে এক মত বিনিময় সভা করেন।
এ সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়ালিউল ইসলাম, নারী শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হামিদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমডি শামীম আহম্মেদ, ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান, মো. মনিরুজ্জামান, নলছিটি সহকারী জজ আদালতের বিচার পল্লবেশ্বর কুন্ড, রাজাপুর সরকারি জজ আদালতের বিচারক সৌরভ রায় মিঠু প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান রসুল, সিনিয়র আইনজীবী এম আলম খান কামাল। অনুষ্ঠান সঞ্চালনা দায়িত্বে ছিলেন জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই।
বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বিচার বিভাগ ও আইনজীবীরা পাখিদের ডানার সাথে তুলনা করা যায়। এর একটি অচল হলে বিচার প্রক্রিয়া ব্যহত হবে। তিনি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য স্বাক্ষীদের যথা সময়ে আদালতে হাজির করার জন্য সরকারি কৌশলী ও আইনজীবীদের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন।
+ There are no comments
Add yours